খোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর গত জানুয়ারিতে ছাড়াছাড়ি হয় বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের। এরপর থেকে যতদূর সম্ভব দূরে থাকছেন তারা।
এদিকে ছাড়াছাড়ির আগে জাগ্গা জাসুস সিনেমার শুটিং করছিলেন তারা। তাদের ছাড়াছাড়ির জন্য কিছুদিন শুটিং বন্ধও রেখেছিলেন এ জুটি। তবে শেষ শেষ পর্যন্ত আবার শুটিং শুরু করেছেন। শোনা যাচ্ছিল, এটিই এ জুটির একসঙ্গে শেষ সিনেমা। তবে গুঞ্জন উঠেছে সিনেমায় আবারও জুটি বাঁধতে চলেছেন তারা।
সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। কিন্তু তার বিপরীতে নায়িকা চরিত্রে কে থাকবেন তা এখনো নির্ধারণ হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে, সঞ্জয় দত্ত চাইছেন বায়োপিকে তার স্ত্রী মান্যতার চরিত্রে অভিনয় করুক ক্যাটরিনা কাইফ। এ অভিনেত্রীকে সিনেমার স্ক্রিপ্টও দেওয়া হয়েছে। তবে এখনো হ্যাঁ অথবা না কিছুই বলেননি তিনি।
এদিকে গুঞ্জন উঠেছে সঞ্জয়ের বায়োপিকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা সালমান খানকে। এ বিষয়ে সঞ্জয় দত্ত জানিয়েছেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না, কারণ এখনো আমি স্ক্রিপ্ট পরিনি। তবে সালমানের ক্যামিও থাকলে ভীষণ খুশি হব।’
বর্তমানে সঞ্জয়ের বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজ চলছে। চিত্রনাট্য লিখছেন নির্মাতা রাজকুমার হিরানি এবং অভিজাত জোশি। সঞ্জয় জেলে থাকার সময় থেকেই এ দুজন তার ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে খোঁজ নিয়েছেন।