খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: দবিরুল ইসলাম লিটন পাঁচবিবি : পাঁচবিবি আওলাই ইউনিয়নে ঈদ উপলক্ষে হত-দরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ৮ নং আওলাই ইউনিয়নে হত-দরিদ্র ২ হাজার ৪ শত ৭ জনকে ঈদ উপলক্ষে সরকারী সহযোগিতা হিসেবে ২০ কেজি হারে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান একরামুল হক তাওহীদ চৌধুরী, উপস্থিত ছিলেন ইউপি সচিব সাগর রায় সহ ইউপি সদস্য, সদস্যা ও গণ্যমান্য ব্যক্তি বর্গ। অপদিকে একইদিনে উপজেলার কুসুম্বা, বালিঘাটা সহ আরোও কয়েকটি ইউনিয়নে একই হারে ঈদ শুভেচ্ছার চাল বিতরণ করা হয়েছে।