খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, জঙ্গিরা মানুষ না, মুসলমানও না। এরা মানুষরূপী শয়তান।
তিনি বলেন, ‘এই শয়তানদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। আমরা বিজয়ী জাতি। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবই।
বুধবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সাম্প্রতিক সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার বিরুদ্ধে যুবলীগের সমাবেশে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করা হবেই। আইনের মাধ্যমেই একদিন তাদের শেষ পরিণতির দিকে যেতে হবে।
কৃষিমন্ত্রী বলেন, ‘আজকের আহ্বান- রুখে দাঁড়াও বাংলাদেশ। আমি অন্তরের অন্তরস্থল, হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করি- শেখ হাসিনার এই আহ্বান বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরের আহ্বান।
তিনি বলেন, ‘দেখেন যারা (জঙ্গিরা) গুলশানে ও শোলাকিয়ায় মারা গেছে, তাদের নিকটজন তাদের লাশ আনতে যায়নি। মর্গে পড়ে থাকে ওই লাশ। লজ্জা, ঘৃণা এবং ধিক্কার জানাই ওই সব সন্তানদের।
মতিয়া চৌধুরী বলেন, ‘তাদের (জঙ্গিদের) মায়েরা ছেলের জন্য চোখের পানি ফেলতে পারে না লোক লজ্জার ভয়ে, ঘৃণার ভয়ে, জনরোষের ভয়ে। এর চাইতে জঘন্য জীবন আর কী হতে পারে? ধিক! সেই সন্তান। ধিক! সেই জঙ্গিকে যার মা তাদের জন্য একটু কাঁদতেও পারে না।
সিঙ্গাপুরের আদালতে চার বাংলাদেশীকে জঙ্গি অর্থায়নের দায়ে শাস্তি দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গ্রাম-গঞ্জে একটা কথা আছে- এক হাঁসে নষ্ট করে, সাত পুকুরের পানি। এই কয়েকজন দুষ্কর্ম করে আর বিদেশে বাঙালিদের চাকরির বাজার সংকুচিত হয়ে যায়।
পাড়া-মহল্লায় সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড যারা করে, তাদেরকে আইনশৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করার জন্য যুবলীগের নেতা-কর্মীদের নির্দেশ দেন কৃষিমন্ত্রী।
সমাবেশে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সংগঠনটির নেতাকর্মীদের সন্ত্রাস-জঙ্গিবাদ রুখে দিতে শপথ করান।
ঢাকা মহানগর দক্ষিণ শাখা যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ কামাল, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক আসাদুল হক আসাদ, প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, সাংবাদিক মোজাম্মেল বাবু, শাবান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।