Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: রংপুর নগরীর মহাসড়ক আর কে রোড ঘেঁষে বৃহ্য মৎস্য আড়্য খানায় অনেক দুর দুরান্তর থেকে আসা মৎস্য ক্রেতা-বিক্রেতারা নানান সমস্যায় র্জ্জরিত থাকলেও নিরবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাফাই গেয়ে আসছেন মৎস্য আড়্য সমিতি । রশিকের উদ্দ্যেগে যানজট সহ নানান সমস্যা নিরসনের জন্য মৎস্য আড়্য টি অনাত্র স্থানান্তর করলেও কতিপয় অদৃশ্য শক্তির ছত্রছায়ায় পুর্বা স্থানেই চলছে আড়্য খানা । খুরিয়ে খুরিয়ে দিন অতিবাহিত হলেও রংপুর সহ বিভিন্ন জেলা ও উপজেলার হাটবাজার হতে আসা ক্রেতা বিক্রেতা ও স্থানীয় জনসাধারণের ভোগান্তি কমছে না । সরজমিনেও সংশ্লিষ্ট শূত্রে জানা গেছে, মহানগরীর কেন্দ্রীয় বাস টারমিনালের ২ শত গজ দক্ষিণে মহাসড়ক আর কে রোড ঘেঁষে মৎস্য আড়্য টি অবস্থিত সেখানে দৈনন্দিন । অনেক ক্রেতা-বিক্রেতা মটর শ্রমিক সহ কয়েক হাজার সাধারণ মানুষের উপস্থিতিও আয়ের উৎব থাকলেও সেখানে নেই কোন ক্রেতা-বিক্রেতার সুযোগ সবিধা ও সু-ব্যাবস্থা এখানে নেই কোন যাত্রী ছাউনি
কাল ভাটও গৌ সৌচাগার তার উপর আড়্যতের তুলনায় জায়গার পরিমান অনেক কম । একটু বৃষ্টি হলে পুরো আড়্যতে এক হাটু কাদা জমে যায় । ফলে মহাসড়ক রোধ করে পের্টের দায়ে জীবনের ঝুকি নিয়ে ব্যবসা করতে হয় মৎস্য ব্যবসায়ীদের । অনন্য দিকে মৎস্য আড়্য টি হাই ওয়ে রোডের পাসে থাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বাড়ছে । সেখানে কোন ধরণের ট্রাফিক ব্যবস্থা না থাকায় রাস্তা পারা পারের যান বাহন চলাচলের বিগ্ন ঘটছে মারার্ত্তক ভাবে । এতে এলাকাবাসীর সাথে কথা হলে জানা যায়, যে দৈনন্দিন একটি অর্থবহ প্রতিষ্টান হলেও উন্নয়নের কার্য়ক্রম রয়েছে । শূন্যের কোঠায় আড়্যতে আসা ক্রেতা-বিক্রেতার কাছ থেকে দৈনদিন টোল আদায় করা হয় পৌর মার্কেট তুলনায় অনেক গুন বেশি অর্থ হাতিয়ে নিয়েছে আড়্য ইজদাররা । এ ব্যাপারে মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে কথা হলে তারা জানান, মহাসড়ক ঘেঁষে বৃহ্য মৎস্য আড়্যটি থাকায় প্রতিমহুর্ত বড় ধরনের রোড দুর্ঘটনার শিকার হতে পারে যে কেউ । এ ব্যপারে কোন ব্যবসায়ী প্রতিবাদ করলে অশ্বালিন কথা-বর্তা এই আড়্য থেকে উত্তম মাধ্যম দেয়ার ঘটনাও ঘটেছে । অহরহ, এবং আরও জানান নেই কোন টয়লেট ও বিশ্রাম ছাউনি,মৎস্য আড়তের এই বেহাল দশা দেখে মুখ পিরিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা । অপর দিকে আড়্যটির পাশেই রয়েছে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় এখান কার দুগন্ধে ছাত্র/ছাত্রীদের মুখে রুমুল চেপে চলাচল করতে হচ্ছে । লেখাপড়ার ব্যখাত ঘটেছে বলে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের রাছপানি সহ সারা দেশের বিভাগীয় জেলা ও উপজেলা কেন্দ্রিক মহাসড়কে অবৈধ দোকান পাট উচ্ছেদে বিশেষ প্রচার চলছে । জোরে সরে আরই অংশ হিসাবে রংপুর সিটি কর্পোরেশনের বিশেষ উদ্দ্যেগ না থাকায় ক্রমস বাড়ছে । জন দু ভোগ বলে দাবী করেন ্্ঐ এলাকার সচেতন মহল । মৎস্য আড়্যটির পাশে রয়েছে । অসংখ্য ক্লিনিক কিন্তু দুর্গন্ধের কারনে বোগীতে ও তার স্বজন রা এসব ক্লিনিকে ভর্তি হতে চাননা । সেই কারনেই অনেক ক্লিনিক প্রায় বন্ধের পথেই নেমেছে ।