খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: ৮টি বসতঘর ভস্মিভূত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে শহরের রিজার্ভবাজারের শুটকিপল্লীতে আকস্মিক এ অগ্নিকান্ড ঘটে। এলাকার একটি রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান এলাকাবাসী।
ক্ষতিগ্রস্তরা জানান, ওই ঘরের রান্নার চুলা থেকে বেড়ায় আগুন ধরে তাৎক্ষণিক আশেপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে ততক্ষণেই ৮টি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল গিয়ে অন্তত আধা ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষতির পরিমাণ কম্পক্ষে অর্ধকোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্তরা।