Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬ জেলার নানিয়াচর উপজেলা সদরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে এক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম লায়ন ক্লাবের সহায়তায় সেনাবাহিনীর নায়িারচর জোনের ‘অটল ছাপ্পান্ন’ দিনব্যাপী এ চিকিৎসা শিবিরের আয়োজন করে।
‘শান্তি, স¤প্রীতি, উন্নয়ন’ শীর্ষক নিয়মিত সেবামূলক কর্মসূচির আওতায় এলাকার সাধারণ জনগণকে বিনামূল্যে নাক, কান, গলা, চোখ, দাঁতসহ শারিরীক সমস্যার চিকিৎসা সেবা দিতে এবং ব্লাড গ্রুপিং পরীক্ষার জন্য আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। এছাড়া অপারেশনের জন্য চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে। এলাকার প্রায় হাজারের অধিক লোকজন দিনব্যাপী ওই চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন বলে নিশ্চিত করেন নানিয়ারচর জোনের দায়িত্বরত কর্মকর্তারা। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে চিকিৎসা সেবা পরিচালনা করেন। এতে অংশ নেন সেনাবাহিনীর স্ত্রীরোগ বিশেষজ্ঞ মেজর তাসলিমা, মেডিসিন বিশেষজ্ঞ মেজর মনোয়ার, ডেন্টাল সার্জন ক্যাপ্টেন শাহিন, আরএমও ক্যাপ্টেন নূর আলমসহ অন্যরা।
এর আগে সকালে উদ্বোধনসহ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর নায়িারচর জোনের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মেজর জিয়া-উর রহমান, রাঙ্গামাটি রিজিয়নের ব্রিগেড মেজর (বিএম) সামিন মনোয়ার, ক্যাপ্টেন মো. নূর আলম, ক্যাপ্টেন আবু নাঈম মো. গোলাম শাহরিয়ার, লেফটেন্যান্ট মো. পাভেল মাহমুদ রাসেল, মো. মেহেদী হাসান এবং চট্টগ্রাম লায়ন ক্লাবের জেলা গভর্নর লায়ন শাহ আলম, কেবিনেট সেক্রেটারি লায়ন মো. ওসমান গনি, সাওকাতুন ইসলাম, মাহবুব ইসলাম ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা এম মনসুরুল হক। এ সময় নায়িারচর জোনের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মেজর জিয়া-উর রহমান পার্বত্য এলাকায় শান্তি, স¤প্রীতি ও উন্নয়নে পাহাড়ি-বাঙালি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে এগিয়ে আসার আহবান জানান।