খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬: তাদের টি২০ বিশ্বকাপে পাঠানো হয়েছিল। এমনটি নতুন জার্সিও দেয়া হয়নি দলটিকে। তবে ছেড়ে কথা বলার পাত্র ছিলেন না তিনিও। টি২০ বিশ্বকাপ জয়ের পরই তর্জন-গর্জন শুরু করেন। ক্যারিবীয় ক্রিকেট বোর্ডকে তো ধুয়েও দিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক। দুরদর্শী স্যামি তখনই বুঝে নিয়েছিলেন দলে আর জায়গা হবে না তার। শেষমেষ স্যামির সেই ভাবনাটাই সত্যি হলো।
মাত্র ৩০ সেকেন্ডের ফোনে দলের নেতৃত্ব আর জায়গা হারিয়েছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। গতকাল টুইটারে এক ভিডিওবার্তায় বিষয়টি নিজেই স্বীকার করেছেন স্যামি।
স্যামি বলেন, ‘গতকাল ফোনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। মাত্র ৩০ সেকেন্ডের মতো কথায় তিনি জানালেন, টি২০ দলের জন্য নতুন অধিনায়ক খুজছেন তারা, যার অর্থ আমি আর দলের অধিনায়ক থাকছি না। আমার পারফরম্যান্সও নাকি দলে থাকার মতো নয়।’
ভিডিওবার্তায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাও দিয়ে দিয়েছেন স্যামি। আমি সবসময় বলে এসেছি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ড্যারেন স্যামি সবকিছু নয়। নতুন অধিনায়ক কারিবীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন এটাই আমার প্রত্যাশা।
এরপর সতীর্থ, বন্ধু-বান্ধবদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ‘অনেক চড়াই উৎরাই পার করতে হয়েছে আমাদের। দীর্ঘ এই যাত্রায় পাশে থাকার জন্য সমর্থক-সতীর্থ ও বন্ধুদের ধন্যবাদ জানাই।’
২০১০ ক্যারিবীয় ওয়ানডে দলের দায়িত্ব পান স্যামি। সে বছরই শ্রীলঙ্কা সফরে টেস্ট দলের দায়িত্বও এসে পড়ে তার ঘাড়ে। ২০১১ সালে অধিনায়ক হিসেবে টি২০ তেও অভিষেক হয় তার।
অধিনায়ক হিসেবেই ২০১২ সালে দলকে টি২০ বিশ্বকাপ জেতান তিনি। এ বছরও তার নেতৃতেই আবার টি২০ বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করে ক্যারিবীয়রা।