Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: রাষ্ট্রদ্রোহিতা, নাশকতা ও দুর্নীতির ১২ মামলায় হাজিরা দিতে ঢাকার নিম্ন আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (১০ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৌঁছান তিনি। এ সময় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাকেস স্বাগত জানার্ব উপস্থিত ছিলেন বিএনপি আইনজীবীরাও। সকালে আদালতে খালেদা জিয়ার হাজিরা দাখিল করেছেন তার আইনজীবীরা।
এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশে রওয়ান‍া দেন বিএনপি প্রধান।
এদিকে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে পুরান ঢাকার জনসন রোড, ভিক্টোরিয়া পার্কসহ পুরো আদালতপাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসব এলাকায় কড়া অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তারা জনচলাচলেও রাখছে সতর্ক নজর।
পুলিশের কর্মকর্তারা বলছেন, বিএনপির কমিটি দেওয়ার পর আদালতে খালেদা জিয়ার প্রথম হাজিরায় নেতা-কর্মীদের ভিড় বাড়তে পারে এবং সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়গুলো মাথায় রেখে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই নিরাপত্তা ব্যবস্থাকে অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি বলে উল্লেখ করছেন তারা।
এদিকে অন্যান্য সময় আদালতে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের জমায়েত দেখা গেলেও এবার তেমন কারও উপস্থিতি নেই। নেই কোনো স্লোগান, শো-ডাউনও। তবে বিএনপিপন্থি আইনজীবীদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।
খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বাংলানিউজকে জানান, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ঢাকার দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা ৯ মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইবেন খালেদা জিয়া। মামলাগুলোর মধ্যে ৮টি মহানগর দায়রা জজ আদালতে ও একটি ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন।
তিনি আরও জানান, এ ৯ মামলা ছাড়াও নাইকো দুর্নীতি মামলা ও রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানি এবং বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় হাজিরা দেবেন তিনি।
দলটির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ জানান, দারুস সালাম থানার ৬২ (১) ১৫, ৫ (২) ১৫, ৬ (২) ১৫, ৮ (২)১৫, ১২(২)১৫, ২৯(২)১৫, ৩১(২)১৫, ৩(৩)১৫ ও ৪(৩)১৫ নম্বর মামলায় জামিন চাইবেন খালেদা জিয়া।
এর মধ্যে ৪(৩)১৫ নম্বর মামলায় সিএমএম আদালতে ও বাকিগুলোতে মহানগর দায়রা জজ আদালতে জামিন চাওয়া হবে।