খোলা বাজার২৪, শুক্রবার, ১২ আগস্ট ২০১৬ : পৌরবাসীর দীর্ঘ প্রতিক্ষীত ঘোষপাড়া থেকে হাসপাতাল মোড় পর্যন্ত জরাজীর্ণ সড়কটি মেরামতের উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম পৌরসভা। শুক্রবার বাদ জুমআ এ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোঃ নূরুল আমিন। এসময় সদর উপজেলার চেয়ারম্যান পনির উদ্দিন,পৌর মেয়র আব্দুল জলিল, প্যানেল মেয়র মাসুদুর রহমান মাসুদ,কাউন্সিলর আলহারুনুজ্জামান,আনিছুর রহমান, রোস্তম আলী তোতা, যুবনেতা আতাউর রহমান বিপ্ল¬ব প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর মেয়র আব্দুল জলিল জানান, এ হাসপাতাল সড়কটি বিগত ৭-৮বছর ধরে সংস্কার না করায় রোগীসহ জনসাধারণের চলাচলের দূর্ভোগের সৃষ্টি হয়। তাই এ জনগুরুত্বপুর্ণ সড়কটি নতুন করে করতে পৌরসভার উদ্যোগে গ্রহণ করতে হচ্ছে। এ ছাড়াও এক কোটি টাকা ব্যয়ে স্মৃতিসৌধ ফলক থেকে রিভার ভিউ মোড় পর্যন্ত এবং হাটিরপাড়ের একটি লিংক রোড তৈরির উদ্যোগও নেয়া হচ্ছে যা অতি শীঘ্রই কাজ শুরু করা সম্ভব হবে।