Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বড়পুকুরিয়া কয়লা খনিতে নতুন ব্যবস্থাপনা পরিচালকের যোগদান খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: হোসেন, দিনাজপুর : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে নতুন ব্যবস্থাপনা পরিচালকের যোগদান। গতকাল রবিবার সকাল ১১টায় সৈয়দপুর বিমান বন্দরে নামার পর বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান প্রশাসনিক ভবনে প্রবেশের আগে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ ১৯৫৬ রেজির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আবুল কাশেম শিকদার, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক। বড়পুকুরিয়া শ্রমিক ২৬৪৭ রেজি ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ এহেসানুল করিম সোহাগ ও সাবেক সভাপতি মোঃ ওয়াজেদ আলী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অপরদিকে বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তা জিএম প্রশাসনের মোঃ শরিফুল আলম, জিএম মাইনিং মোঃ জাফর সাদিক, জিএম মাইনিং মোঃ নজমুল হক, ডিজিএম প্লানিং মোঃ সাইফুল ইসলাম, ডিজিএম মাইনিং মোঃ আনিসুজ্জামান দুপুর ১২ টায় নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ নুরুল আওরঙ্গজেব এর অফিস কক্ষে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ নুরুল আওরঙ্গজেব কর্মকর্তা কর্মচারীদেরকে বলেন আমি যোগদান করেছি আমাকে আপনারা সহযোগীতা করেন আগামীতে বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যাতে পারি। এজন্য আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।