Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবসের দিন খোলা ছিল জামি’আ রাহমানিয়া আরাবিয়া মুন্সীগঞ্জ শহরের দেওভোগ মৃধাবাড়ী মাদ্রাসা। জাতীয় শোক দিবস ভূলে গিয়ে সোমবার সকাল থেকে প্রতিদিনের ন্যায় নিয়মিত ক্লাস করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনটাই জানিয়েছেন মাদ্রাসার একাধিক ছাত্র। খোঁজ নিয়ে জানাযায়, সোমবার সকাল ৮ টার ১৫ মিনিট থেকে মাদ্রাসার ক্লাস শুরু হয়ে ১১ টার ৩০ মিনিটের মধ্যে ৫ টি বিষয়ের উপর ক্লাস করেন মাদ্রাসার ছাত্ররা। দ্বিতীয় পর্যায়ে দুপুর ২ টা ৩০ মিনিট থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত আরো ২ টি বিষয়ের উপর নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে সারাদেশের সকল সরকারী, আধা সরকারী, বেসরকারী,শায়েত্ব শ্বাশিত সকল শিক্ষা প্রতিষ্ঠান,আর্থিক প্রতিষ্ঠানসহ সব ধরনের অফিস আদালত সরকারীভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে। আজ ১৫ই আগষ্ট দেশব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে শোক দিবস পালন করলেও মুন্সীগঞ্জ শহরে এই মাদ্রাসাটি রয়েছেন শোক কে শক্তিতে রুপান্তরিত করার বিপক্ষে। এই নিয়ে শহরে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। বৃদ্ধমূলের ধারনা মতে মাদ্রাসাটি আসলেই স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ায় জামাত ও মৌলবাদের অংশ বিশেষ মনে হচ্ছে।
মাদ্রাসার একাধিক ছাত্র অভিযোগ করে বলেন, মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৪১ তম শাহাদাৎ বার্ষিকী। আজকের এই দিনে আমরা মহান এই নেতাকে হারিয়েছি। তারা আরো বলেন, আজকের দিনটাতে মহান নেতাকে স্মরন করে শোক র‌্যালীতে অংশ গ্রহন করিব সেটা আর সম্ভব হয়নি। আজকে এমন একটি দিনে আমাদের ক্লাস করতে হয়েছে। আজকে মাদ্রাসা চালু রাখা মানে পুরো জাতির সাথে বেঈমানী করা। আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই।
মাদ্রাসা খোলার বিষয়টি স্বীকার করে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবুল বাশার বলেন, আজকে মাদ্রাসা নিয়মিত চলছে। আজকে তো শোকের দিন মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের ছুটিতে থাকার কথা? এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, মাদ্রাসার আবাসিক ছাত্রদের ছুটি দিলে ফিরিয়ে আনিতে সমস্যা হয় তাই ক্লাস করানো হয়েছে।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, আসলে আজকে মাদ্রাসাটি খোলা রয়েছে এটা আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।