খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬ঃ ঢাকা শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৭৩ দশমিক ৫৩ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ১১০ জন শিক্ষার্থী।
জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ১৫ হাজার ২৪৫ জন এবং ছাত্রী ১২ হাজার ৮৬৫ জন।
ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মোট তিন লাখ ৩৭ হাজার ১৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে দুই লাখ ৪৭ হাজার ৮০৬ জন শিক্ষার্থী।
উত্তীর্ণদের মধ্যে ছাত্র রয়েছে এক লাখ ২৪ হাজার ৫০৬ জন এবং ছাত্রী রয়েছে এক লাখ ২৩ হাজার ৩০০ জন।