খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: রংপুরের বালাটারী বীরভদ্রগ্রামে আসামী ধরতে এক বিদ্যুৎ সরঞ্জাম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ ভোরে ঐ গ্রামে কোতয়ালী পুলিশ অভিযান চালিয়ে মসজিদের মুয়াজ্জেন আব্দুর রশিদের পুত্র বিদ্যুৎ সরঞ্জাম ব্যবসায়ী নুরুন্নবীকে আটক করে। পরিবার ও এলাকাবাসী পুলিশকে বাধা দিলে তাকে মটরসাইকেল চুরির আসামী হিসেবে গ্রেফতার করে বলে পুলিশ জানালে এক পর্যায়ে তাকে ছাড়িয়ে নিতে দেনদরবার শুরু হয়। ১লাখ টাকায় পুলিশের সাথে গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারের সমঝোতা না হওয়ায় আসামীকে মারপিট করে আনার পথে তার মৃত্যু ঘটে। এই অভিযোগে বিক্ষুদ্ধ এলাকাবাসি পুলিশের লোকজনকে ভোর ৪টা থেকে সকাল ৮ টা পর্যন্ত আটকিয়ে রাখে। কোতয়ালী থানার ওসি ঘটনাস্থলে গিয়ে সুষ্টু বিচারের আশ্বাসে তাদের ফিরে আনে। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ ডেড হাউজে রাখা হয়েছে। কোতয়ালী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আজিজ জানান,মটরসাইকেল চুরির ঐ আসামী নুরুন্নবী পুলিশের পিটুনিতে নয় হার্ট এ্যাটাকে মারা গেছে। এ ব্যাপারে থানায় এখনো কোন মামলা হয়নি।