Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২২ আগস্ট ২০১৬:
সনামগঞ্জ : বাংলাদেশ কৃষি ব্যাংক মূখ্য আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জ অঞ্চলের ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক পরিকল্পনা বিষয়ক ১ম শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মীদের নিয়ে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কৃষিব্যাংক আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টস্থ কৃষিব্যাংক কার্যালয়ের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষিব্যাংক সুনামগঞ্জ অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক অজয় কুমার সাহার সভাপতিত্বে ও পরিদর্শক বিকাশ রঞ্জন সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিব্যাংক সিলেট বিভাগের মহা-ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ।
বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন কৃষিব্যাংক সিলেট বিভাগের উপ-মহাব্যবস্থাপক দীন মোহাম্মদ,সিলেট বিভাগের উপ মহাব্যবস্থাপক(চলতি) তপন কুমার ভৌমিক,সুনামগঞ্জ কৃষিব্যাংকের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান সরকার প্রমুখ।
প্রধান অতিথি কৃষিব্যাংক সিলেট বিভাগের মহা-ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ বলেন,কৃষিব্যাংক গ্রামগঞ্জের সাধারন মানুষের সেবাদানের একটি ব্যাংক। তিনি প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সেবার মনোভাব নিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য আহবান জানান। তবে এই জেলার বিভিন্ন শাখার মোট ৩৪৭টি কর্মকর্তা ও কর্মচারীর পদের বিপরীতে ১৫৩ জন কর্মরত থাকায় ব্যাংকিং কাজে কিছুটা ঘাটতি রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে পদগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস প্রদান করেন তিনি।