Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ব্যাপকভাবে কমে যাচ্ছে। বাংলাদেশেও সোমবার থেকে সোনার দাম কমেছে।

আবু ধাবিতে এখন সোনার দাম কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌছেছে।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, গত সপ্তাহের চেয়ে এখন সোনার দাম গ্রামপ্রতি ১০ দিরহাম করেছে। ২৪ ক্যারেট সোনার দাম এখন ১৪৮.২৫ দিরহাম।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে সোনার দাম কমে যাচ্ছে।
এদিকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার জানিয়েছিল, বাংলাদেশে সোনার দাম ভরিতে দেড় হাজার টাকা করে কমছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপকুমার আগরওয়ালা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের এ দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি বিক্রি হবে ৪৬ হাজার ৮৮৯ টাকায়। গতকাল রোববার পর্যন্ত এ মানের সোনার দাম ছিল ৪৮ হাজার ৩৪৭ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের সোনার দাম কমেছে এক হাজার ৪৫৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৬৭৩ টাকা। আগে দাম ছিল ৪৬ হাজার ১৮৯ টাকা দরে। এ মানের ভরিপ্রতি এক হাজার ৫১৬ টাকা কমেছে। আর ১৮ ক্যারেটে এক হাজার ১০৮ টাকা কমে ভরি প্রতি দর দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৯১ টাকা। আগে দাম ছিল ৩৯ হাজার ৫৯৯ টাকা।
সনাতন পদ্ধতিতে এ মানের সোনা ভরিপ্রতি ২৬ হাজার ১০ টাকায় বিক্রি হবে। গতকাল পর্যন্ত বিক্রি হয়েছে ২৭ হাজার ৫২৭ টাকায়। অর্থাৎ ভরিতে কমেছে এক হাজার ৫১৭ টাকা।
স্বর্ণের পাশাপাশি সোমবার থেকে কমছে রুপার দামও। গতকাল পর্যন্ত ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম ছিল এক হাজার ২২৫ টাকা। ২৯১ টাকা কমে ৯৩৩ টাকায় বিক্রি হবে রুপা।