Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

k7শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭: ভারতের সঙ্গে আরও সাড়ে চারশ কোটি ডলারের ঋণ চুক্তি সই করল বাংলাদেশ। বুধবার সকালে অর্থমন্ত্রকের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর হয়৷ ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং ঢাকায় সফররত ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

গত সাত বছরের মধ্যে তৃতীয়বারের মতো বড় ধরনের ঋণ দিল ভারত, যা তৃতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত। এই অর্থ বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি, পরিকাঠামোসহ ১৭টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে৷ গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর করেন৷ তাঁর সফরে বাংলাদেশের জন্য সাড়ে চারশ কোটি মার্কিন ডলারের একটি ভারতীয় ক্রেডিট লাইনের ঘোষণা করা হয়েছিল৷

ঢাকায় ভারতের অর্থমন্ত্রী জানিয়েছেন,বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হতে ভারত পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ৷ নিজেদের স্বার্থে ভারতের প্রয়োজন একটি শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ।

অরুণ জেটলি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে তিনটি পর্যায়ে মোট আটশ কোটি ডলারের ঋণ দিয়েছে ভারত। যা এখনো পর্যন্ত ভারতের দেওয়া কোনও দেশকে সর্বোচ্চ ঋণ। অনেক কম সুদে এ ঋণ দেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্ক আজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যা অন্যান্য দেশের জন্য অনুসরণযোগ্য৷–সূত্রঃ কলকাতা ২৪x৭