খােলা বাজার২৪।।শনিবার, ১৪ই অক্টোবর, ২০১৭: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার দুই চিঠি নিয়ে আলোচনা করা হবে। সেখানে আইনমন্ত্রীকে ডাকা হয়েছে।
দুপরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল এই মন্তব্য করেন।