খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে আদালতে দ্বিতীয় দিনের বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন খালেদা জিয়া। নিজেকে নির্দোষ দাবি করে আদালতে তিনি বলেন, ‘এ মামলা ভুয়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে আত্মপক্ষ সমর্থনে প্রায় সোয়া এক ঘণ্টা বক্তব্য উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসন। এরপর বাকি বক্তব্য উপস্থাপনে খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে বিচারক মো. আখতারুজ্জামান ২ নভেম্বর শুনানির পরবর্তী দিন ঠিক করেন।
আদালতে আত্মপক্ষ সমর্থনে দেয়া বক্তব্যে খালেদা জিয়া বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধেও অনিয়ম, দুনীর্তি ও চাঁদাবাজির মামলা হয়েছিল। কিন্তু তার সৌভাগ্য যে আমার মতো তার আদালতে ঘুরতে হচ্ছে না।’
এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক মকবুল আহমেদ সাক্ষ্য দিয়েছেন।
বেলা পৌনে ১২টার দিকে খালেদা জিয়া আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হন।
এর আগে গত ১৯ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিন চান খালেদা জিয়া। পরে জামিন আবেদনের শুনানি শেষে আদালত এক লাখ টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত জানান, ভবিষ্যতে অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন খালেদা জিয়া।
ওই দিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে এক ঘণ্টা বক্তব্য উপস্থাপন করেছিলেন খালেদা জিয়া। তার বক্তব্য শেষ না হওয়ায় পরবর্তী বক্তব্যের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছিল।
গত ১২ অক্টোবর আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই দুই মামলাই গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ জজ আদালত।