খােলা বাজার২৪। রবিবার, ২৯অক্টোবর ২০১৭: ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের বেশির ভাগ মানুষ স্বাধীনতা চায় উল্লেখ করে প্রদেশটিকে আরো বেশি স্বায়ত্তশাসনের পক্ষে মত দিলেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরম। যদিও ক্ষমতাসীন বিজেপি সরকার কংগ্রেসের এই বক্তব্যকে ভয়ংকর এবং লজ্জাজনক বলেই বর্ণনা করেছে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম বলেন, কাশ্মীর উপত্যকার দাবিই হলো, সংবিধানের ৩৭০ নম্বর ধারাকে শ্রদ্ধা জানানো। তার অর্থই হলো অধিক স্বায়ত্তশাসন। এ ছাড়া কাশ্মীরের বেশির ভাগ মানুষ আজাদি বা স্বাধীনতা চায় বলেও মন্তব্য করেন তিনি।
গুজরাটের রাজকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম।
চিদাম্বরমকে যখন প্রশ্ন করা হয়, জঙ্গি আক্রমণে বিধ্বস্ত কাশ্মীরের জন্য কি অধিক স্বায়ত্তশাসন দেওয়া উচিত। সেই সময় সম্মতিসূচক উত্তর দেন পি চিদাম্বরম।
২০১৬র জুলাইয়েও জম্মু ও কাশ্মীরে অধিক স্বায়ত্তশাসনের পক্ষে মত প্রকাশ করেছিলেন ছিলেন চিদাম্বরম। যদি তা না দেওয়া হয় তাহলে ভারতকে অধিক মূল্য দিতে হবে বলে মত প্রকাশ করেছিলেন তিনি।
চিদাম্বরমের বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি।
তবে তাঁর বক্তব্যে অবাক হয়নি বিজেপি নেতৃত্ব। কেননা তাদের অভিযোগ, যেই দলের নেতা ভারতকে টুকরো করার ডাককে সমর্থন করেন, তাদের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।
সূত্র : ওয়ান ইন্ডিয়া