Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০১৭: ২০১৮ সালের বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ইতালি, চিলি, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের মতো শক্তিশালী দল। বিশ্বর সবচেয়ে জনপ্রিয় এ টুর্নামেন্ট থেকে বাদ পড়াদের নিয়ে আগামী বছর একটি টুর্নামেন্ট আয়োজন করার চিন্তাভাবনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতালি, চিলি, ঘানা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডসহ বাদ পড়া আরো দলগুলো নিয়ে বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে ইউএস সকার ফেডারেশন। গত মঙ্গলবার এমনই সংবাদ প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।

আসন্ন ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে বেশ কয়েকটি বড় দল জায়গা করে নিতে ব্যর্থ হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সেই দলগুলোকে নিয়ে কোনো প্রীতি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে। বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোকে বিশ্বমঞ্চে খেলার জন্য এখনো কমপক্ষে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। এসব মাথায় রেখে বাড়তি উত্তেজনা ও রোমাঞ্চ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ইউএস সকার ফেডারেশন চিন্তাভাবনা করছে। এটাও দেখার বিষয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রও ২০১৮ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়।

দীর্ঘ ৫৮ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ১৯৬০ সালের পর এবারই বিশ্বকাপে দেখা যাবে না আজ্জুরিদের। অন্যদিকে ৩০ বছর পর অর্থাৎ ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। এছাড়াও ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা হয়নি আফ্রিকান বাঘ ঘানা ও টোটাল ফুটবলের দেশ নেদারল্যান্ডসের। – গোলডটকম