Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২২ নভেম্বর, ২০১৭: ইয়ান জি নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে প্রথমেই সম্মোহন করা হলো। তারপর একটি শোফায় শুইয়ে দেয়া হলো। তাকে বলা হলো, এক পুরুষের সঙ্গে যৌনমিলনের চিন্তা করার জন্য এবং তার হাত বাড়িয়ে রাখার জন্য। ইয়ান জি ডাক্তারের কথা মতো কাজ করলেন। তিনি যখন চোখ বন্ধ করে অন্য পুরুষের সঙ্গে যৌনদৃশ্য কল্পনা করছিলেন তখন হুট করেই তার হাতে ইলেকট্রিক শক দেয়া হয়। তিনি হঠাৎ প্রচ- ঝাঁকুনিতে কেঁপে ওঠেন। ডাক্তারটি হেসে জানান, ঠিক এরকম অনুভূতিই তিনি চেয়েছিলেন।

সমকামীদের রোগ সারানোর এটি একটি চিকিৎসা পদ্ধতি। চীনারা বিশ্বাস করেন উপযুক্ত চিকিৎসা পেলে সমকামীরা সুস্থ জীবনে ফিরে আসতে পারে।

১৯৯৭ সাল থেকে চীনে সমকামীতাকে অপরাধ হিসেবে দেখার পরিবর্তে রোগ হিসেবেই দেখা হচ্ছে। তারা বুঝতে পেরেছেন কেউ শখ করে সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয় না। পারিপ¦ার্শিকতা কিংবা শারীরিক কোনো অপূর্ণতাই দুজন সমলিঙ্গের মানুষকে বাধ্য করে কাছে আসতে।

তাই সমকামীদের বৈধতা দিলেও চীন চায় সমলিঙ্গের মানুষদের এ অসুস্থতা দূর হোক। চীনারা সমলিঙ্গের মানুষদের অধিকার আদায়ের চেয়েও বেশি তৎপর তাদের উপযুক্ত চিকিৎসা দিতে।

উল্লেখ্য, চীন একটি পিতৃতান্ত্রিক পরিবারকেন্দ্রিক দেশ। চীনাদের বিশ্বাস সমলিঙ্গের বিবাহ হলে নারীর প্রতি অবমাননা আরো বাড়বে। দ্য ইকোনমিস্ট