Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২২ নভেম্বর, ২০১৭: জবি প্রতিনিধি মেহেদী হাসান : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থী এ এফ মুজিবুর রহমান গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেয়েছেন। জবির কেন্দ্রীয় মিলানয়তনে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের উদ্যোগে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড ও ৬ষ্ঠ ব্যাচের বিদায় অনুষ্ঠান জবির কেন্দ্রীয় মিলানয়তনে গতকাল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মাস্টার্স পর্যায়ে একজন এবং অনার্স পর্যায়ে দুইজন শিক্ষার্থীকে গোল্ড মেডেল, নগদ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া গণিত বিভাগের চারজন শিক্ষার্থী যারা ৩৬তম বিসিএস পরীক্ষায় মনোনয়ন পেয়েছেন তাদেরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বিশ্বভ্রমান্ডকে বুঝতে হলে গণিতের সামগ্রিক বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে হবে। শিক্ষার্থীদের মাঝে গণিতের ভয়কে দুর করতে হবে। বিজ্ঞানের ভাষাই হচ্ছে গণিত। তাই গণিতকে সর্বদা চর্চায় রাখতে হবে।

নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের সমীবদ্ধতা থাকা স্বত্বেও আমরা অভিষ্ট লক্ষে পৌছে যাচ্ছি। বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় আমাদের টিকে থাকতে হলে গণিতের প্রতি আরো গুরুত্বারোপ করতে হবে। সেজন্য গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের স্বকীয়তা তুলে ধরতে হবে। এসময় উপাচার্য এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনকে এ জাতীয় ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত স্থাপনের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি গণিত ভবন প্রতিষ্ঠার আহ্বান জানান।

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপিকা রানী সরকার ও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম। এছাড়াও মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। বিভাগীয় শিক্ষার্থীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।