Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায়ই বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে যার মধ্যে রয়েছে সার্ভার ডাউন, আইডি বন্ধ হওয়া, ব্লক হওয়া ইত্যাদি। তবে সম্প্রতি নতুন এক সমস্যা দেখা দিয়েছে অত্যন্ত জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমটিতে। জানা যায় ফেসবুক তাদের মাধ্যমটিকে সুরক্ষিত এবং জঞ্জালমুক্ত রাখতে অনেক স্পামিং পোষ্ট বা ডুপ্লিকেট পোষ্ট এবং যেসব কন্টেন্ট ফেসবুকে দেওয়া উচিৎ নয় সে জাতীয় পোষ্ট মুছে দিচ্ছেন। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড্রেসও বল্ক করে দিচ্ছেন। তবে ফেসবুকের এমন উদ্যোগে এর অনেক সাধারণ ব্যবহারকারী ও বিভিন্ন পাব্লিক বা প্রাতিষ্ঠানিক পেজের মালিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অনেকে অভিযোগ করেছেন, গতকাল সোমবার থেকে হঠাৎ করেই তাদের নতুন এবং পুরাতন অনেক পোষ্ট  উধাও হয়ে যাচ্ছে। এছাড়া ওয়েবসােইটের মালিকরা ফেসবুকে তাদের ওয়েব ঠিকানা পোষ্ট করতে পারছেন না। তাদের দাবি, ফেসবুক নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা জোরদার করতে গিয়ে বা  জঞ্জালমুক্ত করতে গিয়ে ভূলবশত অনেক ভালো ভালো পোষ্ট, ফেসবুক আইডি মুছে দিচ্ছে এবং প্রয়োজনীয় অনেক ওয়েবসাইট ব্লক করে দিচ্ছে।ফেসবুক পলিসিতে নতুন কিছু নিয়ম-কানুন চালু হওয়ার কারনেই এমনটা করছে ফেসবুক কর্তৃপক্ষ।

এ বিষয়ে রুবেল আহম্মেদ নামে একজন আইটি বিশেষজ্ঞ বলেন, আমি শুনেছি ফেসবুক থেকে অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট মুছে যাচ্ছে। যা কখনোই আমাদের কাম্য নয়। আমরা চাই ফেসবুক যাই করুক এতে যেনো কোন প্রতিষ্ঠানের ফেসবুক পেজ বা সাধারণ ব্যবহারকারীরা ক্ষতির সম্মুখীন না হয়।

উল্লেখ্য যে,  ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে ফেসবুক চালু হয়। মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্‌স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। বর্তমানে বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। এর সক্রিয় ব্যবহারকারী রয়েছে ১৮০ কোটিরও বেশি। যার ৮৭ শতাংশই মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে থাকেন।