Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

রাজধানীতে আটকে আছে ১১টি ইউলুপ নির্মাণকাজখােলা বাজার২৪। বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮: রাজধানীর তেজগাঁও থেকে উত্তরা পর্যন্ত ১১টি ইউলুপ নির্মাণের কাজ জমি অধিগ্রহণের প্যাঁচে পড়ে আটকে আছে । এ নিয়ে সিটি করপোরেশন সঙ্গে সড়ক ও জনপদ বিভাগের টানাপোড়েন চলছে। এই টানা হ্যাচড়ার মধ্যেও দুটি ইউলুপের নির্মাণ কাজ শুরু হলেও বাকিগুলো এখনো সাইনবোর্ডসর্বস্ব। একে দুঃখজনক বলছেন নগরপরিকল্পনাবিদরা।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, অযৌক্তিক ঝগড়া বিবাদে জনগণকে কষ্ট দেয়ার কোন মানে হয় না।

এ বছরের জুনের মধ্যে দৃশ্যমান হওয়ার কথা এসব ইউলুপের। তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা রাজলক্ষী পর্যন্ত প্রায় ১৬.৩ কিলোমিটার রাস্তায় হবে ১১টি। এরই মধ্যে প্রকল্প বাস্তবায়নের সময় বেড়েছে এক দফা।

এই রুটে যানজট ৩০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য উত্তর সিটি করপোরেশনের। ২ বছর আগে প্রায় ২৫ কোটি টাকা খরচ ধরা হয় ইউলুপগুলির জন্য। যা পাস করিয়েছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক।

ইউলুপগুলো নির্মাণ করতে সওজ ছাড়াও রেলওয়ের দশমিক দুই দুই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দশমিক শূন্য নয় এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দশমিক শূন্য ছয় একর জমি ব্যবহারের প্রয়োজন পড়বে। সূত্র: ডিবিসি নিউজ টিভি