Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ঃ সোমবার, ২১মে, ২০১৮ঃ খুলনায় ছাত্রদল নেতার জামিন বাতিলে ছাত্রদলের নিন্দা খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান ৷ 

আজ মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি তখন অবৈধ সরকার জনগনের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য ছাত্রদল নেতাদের মিথ্যা সাজানো মামলার মাধ্যমে হয়রানি করছে। অবৈধ সরকার বিরোধী দলকে দমনে আইন-আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেও সরকার আইনকে কোনভাবেই নিজের গতিতে চলতে দিতে চায় না।

নেতৃদ্বয় আরো বলেন, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামিন যোগ্য মামলায় ছাত্রদলের নিরীহ নেতা-কর্মীদেরকে জামিন না দেয়া আইনের শাসনের জন্য খারাপ একটি দৃষ্টান্ত। সরকারের এমন আচরনের ফলে আইন-আদালত আর প্রশাসনের উপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে গেছে। নেতৃদ্বয় অবিলম্বে সরকারের এই জুলুম নির্যাতন বন্ধের আহবান জানান এবং গ্রেফতারকৃত সকল ছাত্রনেতাদের মুক্তি দাবি করেন।