খোলাবাজার২৪ রবিবার,১৫ জুলাই, ২০১৮ঃ(বানারীপাড়া [বরিশাল] প্রতিনিধি) বানারীপাড়া পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড কুন্দিহার গ্রামে স্বরূপকাঠি উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর রহমানের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে ওই ঘটনা ঘটে বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে। পরিবারের লোকজন বরিশালে থাকায় সঠিক তথ্য পাওয়া যায়নি প্রতিবেশিরা হাফিজুর রহমানের স্ত্রীর বরাত দিয়ে জানিয়েছেন, দুবৃত্তরা ভবনের দরজার ছিটকানী ভেঙে প্রবেশ করে সকলের হাত বেধে এবং মুখ কাপড় দিয়ে বেধে এবং হাফিজুর রহমানকে কুপিয়ে মারাত্মক জখম করে ১৫/১৬ ভরি স্বর্নালংকার, ৪/৫ হাজার নগদ টাকা ও ৪টি মোবাই সেট নিয়ে যায়।
দুর্বৃত্তরা চলে গেলে এলাকাবাসী ছুটে গিয়ে হাফিজুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বানারীপাড়া থানার ওসি তদন- মো. ফারুক খান জানিয়েছেন এ ঘটনায় শরিফুল ইসলাম (২৭) নামে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। শরিফুল কুষ্টিার কুমারখালী উপজেলার জাহেদপুর গ্রামের আজের মন্ডলের ছেলে।
তিনি আরও জানান, মামলার প্রস'তি চলছে। আসামীদের সম্পর্কে খোজ খবর নেওয়া হচ্ছে। ওসি মো. খলিলুর রহমান জানান, পুলিশ ঘটনা উদঘাটনে এবং আসামী সনাক্ত করনের জন্য ইতোমধ্যে নেমে পড়েছে। আশা করা যায় শীঘ্রই আসামীরা ধরা পড়েবে।
বরিশালে পুলিশ সুপার মো,সাইফুল ইসলাম ঘটনাস'ল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যনত্ম হাফিজুর রহমানকে বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।