Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার ২৪. বুধলবার ,১২ সেপ্টেম্বর ২০১৮:  মোঃরাসেল মিয়াঃ নরসিংদী প্রতিনিধিঃ বিএনপি যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামীলীগ সরকার আগামী দিনে ক্ষমতা দখলের পায়তারা করছে। তাই খালেদাজিয়াকে কারাগারে রেখে মেরে ফেলতে চাইছে সরকার। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সারা দেশে আগুন জ্বলবে। তখন আপামোর জনগনকে দাবীয়ে রাখতে পাড়বেনা। তিনি বলেন,বিএনপিকে দাবীয়ে রাখতে অসাংবিধানিক ভাবে কারাগারে আদালত বসিয়েছেন সরকার। বিচারের নামে প্রহসন করা হচ্ছে। তিনবারের রাষ্ট্র প্রধান খালেদা জিয়ার সুচিকিৎসার কোন ব্যাবস্থা নিচ্ছেননা।

বুধবার সকালে জেলা বিএনপির উদ্যেগে আয়োজিত খালেদা জিয়ার কারা মুক্তি ও  সু-চিকিৎসার দাবীতে প্রতিকি অনশনে তিনি এসব কথা বলেন।জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে প্রতিকি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার,সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, আকবর হোসেন,আমিনুল হক বাচ্চু,শাজাহান মল্লিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালে চৌধুরী,যুবদলের সহ-সভাপতি শাহেন-শা-শানু ,সাংগঠনিক সম্পাদক মোকারম ভূইয়া,জেলা সেচ্ছাসেবক দলের সবেক সভাপতি কবির আহাম্মেদ,বর্তমান সভাপতি নাসির উদ্দিন,সাধারন সম্পাদক শাহারিয়া সামস কেনেডি। এসময় বিএনপি জেলা উপজেলা সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর উপস্থিত ছিলেন।