Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,১৬সেপ্টেম্বর,২০১৯ঃ জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের সিঙ্গাপুরে চিকিৎসা চলছে। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে ইতোমধ্যে বিভিন্ন টেস্ট করিয়েছেন তিনি। তার বায়োপসির রিপোর্ট পাওয়া যাবে ছয় সপ্তাহ পর।

সিঙ্গাপুরে এন্ড্রু কিশোরের সফরসঙ্গী সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ জানিয়েছেন, এন্ড্রু কিশোরের কিডনি ও হরমোনজনিত সমস্যা ছিল। এর কারণে তার শরীরের ওজন কমাসহ নানা সমস্যা দেখা দিচ্ছিল। এড্রেনাল গ্লান্ড একটু বড় হয়ে গেছে। সেটার ব্যথা কিছুটা কমেছে। বর্তমানে সমস্যা হলো জ্বর। প্রতিদিন তার জ্বর আসছে। এ নিয়ে তার চিকিৎসকরা চিন্তিত। কেন এভাবে জ্বর আসছে তার সমাধান খুঁজছেন ডাক্তার।

শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শত শত বাংলা গানের জনপ্রিয় এই শিল্পী।