Wed. Nov 12th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন, চাঁদাসংগ্রহ এবং এপিআই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে ১২ নভেম্বর ২০২৫ইং তারিখে বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভা কক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার এর উপস্থিতিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান জনাব মো: মহিউদ্দীন খান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন হোল্ডারদের নিকট থেকে কিস্তি সংগ্রহ করতে পারবে।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) জনাবা সিরাজাম মুনিরা, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এসএ ভিপি জনাব মো: জাকির হোসেন এবং ব্যাংকের জনসংযোগবিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব কে. এম. হারুনুররশীদ উপস্থিত ছিলেন।