Thu. Nov 13th, 2025
Advertisements

সুনামগঞ্জ,জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার সিসিটিভি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ৯ নভেম্বর (রবিবার) বিকাল ৩টার দিকে। জানা যায়, ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমেদ ক্লাসে পড়ানোর সময় সপ্তম শ্রেণির ছাত্রী সাইদা বেগম (১৪)-কে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে আহত করেন।

পরে ঐ ছাত্রীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

নির্যাতিত ছাত্রী সাইদা বেগমের পিতার নাম মুজিবুর রহমান, তিনি পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন অটো চালক।

সাইদা বর্তমানে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং তার রোল নম্বর ৪২।

ঘটনার পর সহপাঠীরা ও এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবক ও স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষক ফরুক আহমেদের বিচার দাবি করেছেন।

আজ ১১ নভেম্বর মঙ্গলবার, সরেজমিনে স্কুল চলাকালীন সময়ে কেশবপুর উচ্চ বিদ্যালয়ে গেলে ঐ প্রধান শিক্ষক ফররুখ আহমেদ কে পাওয়া যায়নি-কিন্তু ঐ সময় কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার মোশাররফ সাংবাদিকদের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে উত্তর না দিয়ে চলে যেতে বাধ্য হন! স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার পলাশ বলেন- এব্যাপারে জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন- ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।