Thu. Nov 13th, 2025
Advertisements

সিলেট প্রতিওনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জুড়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যে সিলেটের ফুলতলী পীর ছাহেবের দল বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেটের ১৯ টি আসনের মধ্যে ৩ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে দলের জরুরী বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।

সিলেটের ১৯টি আসনের মধ্যে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আল ইসলাহ’র কেন্দ্রীয় নেতা উপাধ্যক্ষ মাওলানা মুফতি সিরাজুল ইসলাম ফারুকী, মৌলভীবাজার-১ (জুড়ি-বড়লেখা) আসনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ’র নাম ঘোষণা করা হয়েছে।

বৈঠকে আরও জানান, পর্যায়ক্রমে সিলেটের ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে।