
সিলেট প্রতিওনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জুড়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যে সিলেটের ফুলতলী পীর ছাহেবের দল বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেটের ১৯ টি আসনের মধ্যে ৩ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে দলের জরুরী বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।
সিলেটের ১৯টি আসনের মধ্যে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আল ইসলাহ’র কেন্দ্রীয় নেতা উপাধ্যক্ষ মাওলানা মুফতি সিরাজুল ইসলাম ফারুকী, মৌলভীবাজার-১ (জুড়ি-বড়লেখা) আসনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ’র নাম ঘোষণা করা হয়েছে।
বৈঠকে আরও জানান, পর্যায়ক্রমে সিলেটের ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে।


