বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, জেলে গেছে।
তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ‘জামায়াত বলছে গণভোট না হলে দেশে কোনো ভোট হবে না। এ কথা বলে তারা নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে। বিএনপি দেশের বৃহৎ একটি রাজনৈতিক দল, তাই বিএনপি নির্বাচন করেই ছাড়বে।’
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ট্রাক টার্মিনাল মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘জামায়াত ইসলামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এ জন্য এখনও তারা দেশবাসীর কাছে ক্ষমা চায়নি। এখন নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য দেশের জনগণের সঙ্গে মোনাফেকি করছে।’
সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে সিরাজগঞ্জে প্রথম আগমন উপলক্ষে বুধবার দুপুর থেকেই যমুনা সেতু পশ্চিম পাড়ের কড্ডার মোড় এলাকায় বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা ধানের শীষ, ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে জমায়েত হয়।
পরে বিকেলে ইকবাল হাসান মাহমুদ টুকু কড্ডার মোড় পৌছালে দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানায়।
শহরের রেলগেট এলাকায় ট্রাক টার্মিনাল মাঠে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।



