খোলাবাজার অনলাইন ডেস্ক : গায়ের রংয়ের কারণে পিতার ফেলে যাওয়া সেই শিশু কন্যা আফিয়া ও তার মায়ের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আফিয়ার লেখাপড়ার পূর্ণ দায়িত্ব নেওয়ার পাশাপাশি আগামী দশ দিনের মধ্যে আফিয়া ও তার মায়ের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানা বাড়িতে গিয়ে তারেক রহমানের এ বার্তা পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
আফিয়া ও তার মায়ের মানবেতর জীবনযাপনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা তারেক রহমানের দৃষ্টিতে আসে। এরপরই তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য দলের নেতাদের নির্দেশনা দেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী দশ দিনের মধ্যে আফিয়ার জন্য ঘর নির্মাণ করে দেয়া হবে।
পাশাপাশি আফিয়ার লেখাপড়ার পরিপূর্ণ দায়িত্ব এবং তার পিতাকে পরিবারে ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, আফিয়া জেনেটিক ডিজঅর্ডার সমস্যায় ভুগছে। এ ধরনের সমস্যা লাখে একজনের হয়।
তিনি বলেন, ‘আফিয়ার পিতার পরিবারে শিক্ষার আলো না পৌঁছানোর ফলে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি হয়ে গেছে। আমাদের নেতার নির্দেশে আমরা তার পাশে আছি, আগামীতেও থাকবো।’
এদিকে তাদের দুর্দশা লাঘবে পদক্ষেপ নেওয়ায় তারেক রহমানের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফিয়ার মা মনিরা খাতুন।



