Sun. Oct 19th, 2025
Advertisements

ঢাকা: ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িতদের নামের তালিকা প্রকাশে আগামী ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপির মুখপাত্র ডা. আসাদুজ্জামান রিপন।

1435838876
‍বৃহস্পতিবার (০২ জুলাই) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বুধবার (০১ জুলাই) দেওয়া এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ আল্টিমেটাম দেন বলেও জানান আসাদুজ্জামান রিপন।
রিপন বলেন, আমরা জানি অর্থমন্ত্রী একজন যোগ্য ব্যক্তি, উনার মাঝে দেশপ্রেম রয়েছে। এ কারণেই তিনি দুষ্টু লোকদের তালিকা প্রকাশ করবেন। যাদের কারণে দেশের ব্যাংকগুলো ক্ষতগ্রিস্ত হচ্ছে শিগগিরই তাদের নাম প্রকাশ হওয়া উপচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বাংলাদেশকে নিম্ন মধ্যআয়ের দেশ উল্লেখ করা হয়েছে এ বিষয়ে তিনি বলেন, এটা জনগণের আন্তরিক প্রচেষ্টার ফল। এখানে সরকারের কোনো অবদান নেই। বরং সরক‍ারের লোকেরা যদি লুটপাট না করতো তাহলে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, ত্রাণ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান রুমি প্রমখ।