Sun. Oct 19th, 2025
Advertisements

19

রবিবার, ৩০ আগস্ট ২০১৫

গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ১ সেপ্টেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দিতে পারে ২০ দলীয় জোট।

রোববার রাতে ২০ দলের বৈঠকে এই হরতালের সিদ্ধান্ত আসতে পারে বলে বিএনপি ও ২০ দল সূত্র থেকে জানা গেছে।

খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

সরকার গ্রাহক পর্যায়ে দাম বাড়িয়েছে গ্যাস ও বিদ্যুতের। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হবে।

এই বর্ধিত দামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে বর্ধিত মূল্য প্রত্যাহারের আহবানও জানানো হয়েছে।

এর আগে ২০ দলের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছে জানতে চাওয়া হয়েছিলো এ বিষয়ে। জবাবে নজরুল ইসলাম খান বলেন, ২০ দলের পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন “িার জানিয়েছেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শরিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন।

বিএনপি ও ২০ দল সূত্র থেকে জানা গেছে, গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ১ সেপ্টেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির সম্ভাবনা আছে। জানা গেছে, বৈঠক থেকে হরতালের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।