Sun. Oct 19th, 2025
Advertisements

10বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর কাকরাইল মোড়ে একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, ইকোনো পরিবহণের একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে জনশক্তি কর্মসংস্থান ভবনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এসময় অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হয়। পথচারীরা ঘটনাস্থল থেকে অটোরিকশা চালকসহ তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আর অটোরিকশা চালক ঠান্ডু মিয়া (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।