খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে রেকর্ড গড়েছে বাংলাদেশ। গতকাল বুধবার রেকর্ড ছাড়িয়ে দুই হাজার ৬২২ কোটি ডলারে পৌঁছেছে। চলতি বছরের ৩১ আগস্ট রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৬১৭ কোটি ডলার। এর আগে, গত ১৭ আগস্ট দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই হাজার ৬০০ কোটি ডলার অতিক্রম করে। সার্ক দেশগুলোর মধ্যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দ্বিতীয় সর্বোচ্চ। ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা অধিক রেমিটেন্স পাঠানোর ফলে রিজার্ভের এ রেকর্ড হয়েছে। বার্তা সংস্থা বাসস জানায়, গত বছর ঈদের আগে রেমিটেন্স এসেছিল ১৩৪ কোটি ডলার।