Thu. Oct 16th, 2025
Advertisements

70খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : দেশের আলোচিত ও সমালোচিত জনপ্রিয় অভিনেত্রী প্রভার দ্বিতীয় সংসার ভাঙনের মুখে। বেশ কিছুদিন যাবৎ আলাদা বসবাস করছেন প্রভা ও তার স্বামী মাহমুদ শান্ত।
বিশেষ সূত্র ও প্রভার বরাত দিয়ে এখবর নিশ্চিত করেছে একটি সংবাদ মাধ্যম।
সংবাদ মাধ্যমটি জানায়, বিগত দুই বছর ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। এর জের ধরেই এ বিচ্ছেদ মেনে নিয়েছেন তারা। দীর্ঘদিন যাবৎ তারা আলাদা বসবাস করছেন। বিচ্ছেদের কারণ হিসেবে প্রভা তার স্বামী মাহমুদ শান্তর মাদকাসক্তিকে দায়ী করেছেন।
প্রভা বলেন, ‘দীর্ঘদিন ধরে শান্ত নেশায় আসক্ত। ড্রাগ অ্যাডিক্ট একটা মানুষের সঙ্গে কতদিন বসবাস করা যায়! প্রায় দুই বছর হলো আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে। আমি আমার মতো চলাফেরা করছি। তবে আমাদের এখনো কাগজপত্র হয়নি।’
এদিকে, প্রভার এমন মন্তব্যের পর বেশ কয়েকদিন ধরেই চুপ ছিলেন শান্ত। কিন্তু এবার মুখ খোলেই বোমা ফাটিয়েছেন তিনি। প্রভা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ‘ও আমাকে মাদকাসক্ত বলেছে। বিষয়টা হাস্যকর। আমার স্ত্রী হিসেবে প্রভা কতটুকু দায়িত্ব পালন করেছে? এটা আমার একটা বড় প্রশ্ন। ওর কোন কৃতজ্ঞতাবোধ নেই। কতটা দুঃসময়ে আমি ওর পাশে ছিলাম। প্রভা তা ভুলে গেছে। কারণ ও নিজেই একটা নেশাখোর মেয়ে। ইয়াবা ছাড়া ওর চলে না। প্রভার চরিত্র নিয়ে নতুন করে বলার কিছু আছে বলে মনে করি না।’
উল্লেখ্য, অভিনেতা অপূর্বর সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিক সিদ্ধান্তেই ২০১২ সালের ২য় বারের মত বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রভা-শান্ত।