Thu. Oct 16th, 2025
Advertisements

27খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : চলতি সময়ে বিশ্বসংগীতে তরুণ প্রজন্মের গায়িকাদের মধ্যে ক্রেজে পরিণত হয়েছে রিতা ওরা। নিজের গান ও অসাধারণ সব মিউজিক ভিডিওর মাধ্যমে বেশ দ্রুতই আলোচনায় চলে এসেছেন এ গায়িকা। সম্প্রতি ‘রিবেল হার্ট’ নামক একটি ট্যুরে নন্দিত পপতারকা ম্যাডোনার সঙ্গেও এক মঞ্চে গেয়েছেন রিতা। ম্যাডোনা রিতার গায়কির ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি চলতি প্রজন্মের সংগীতের সেরা ইয়াং স্টার হিসেবেও নিজের একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন সংগীতের কুইন ম্যাডোনা। তবে রিতা ওরা সম্প্রতি ম্যাডোনার প্রশংসা করতে গিয়ে একটি বক্তব্যের মাধ্যমে বোমা ফাটালেন।
সেই বক্তব্যে ম্যাডোনার সঙ্গে সেক্স করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। রিতা ওরার এমন বক্তব্যে হতবাক হয়েছেন সবাই। আর এর মাধ্যমে মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন তিনি। ম্যাডোনার মতো সিনিয়র ও জনপ্রিয় শিল্পীর বিষয়ে এমন বক্তব্য করায় অনেকে সমালোচনাও করেছেন রিতার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ম্যাডোনা সম্পর্কে বলতে গিয়ে রিতা ওরা এ আশাবাদ ব্যক্ত করেন। তবে এ নিয়ে এখনও কোন পালটা বক্তব্য পাওয়া যায়নি ম্যাডোনার কাছ থেকে।