Sun. Oct 19th, 2025
Advertisements

38খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি, জামায়াত, একাত্তরের খুনী, পঁচাত্তরের খুনী আর কিছু মুক্তিযোদ্ধা মিলে কোন ঐক্য হতে পারে না। যার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং যারা ঐক্যবদ্ধ হয়েছিল তাদের ভাঙন আবশ্যম্ভবী। এমনকী বিএনপিও ভাঙবে, ২০ দলও ভাঙবে।
শুক্রবার সকালে মাদারীপুর শহরের চৌধুরী ক্লিনিকের নব নির্মিত ভবনের বর্ধিত অংশের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌমন্ত্রী।
নৌমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পরে সাড়ে ১১হাজার যুদ্ধাপরাধীর তালিকা করা হয়েছিল। পর্যায়ক্রমে দেশের সকল যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।’
পরে মন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।