Sun. Oct 19th, 2025
Advertisements

41খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল পৌর শিশুপার্কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি শুক্রবার বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া এসে পৌঁছান।
এরপর প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাত করেন তিনি।
দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এরপর বিকেল ৩টায় টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।