Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: গাজীপুরের সালনা মীরেরগাঁও এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একতা এক্সপ্রেস ট্রেনের স্প্রিং ভেঙে যাওয়ায় ট্রেনটি লাইনের উপর বন্ধ করে রাখা হয়েছে। ফলে শুক্রবার সকাল পৌনে ৮টা থেকে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির সহকারি উপ-রিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, ট্রেনের স্প্রিং ভেঙে যাওয়ায় চালক দ্রুত ইঞ্জন বন্ধ করে দেয়। ফলে এ সময় কেউ হতাহত হননি। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে। ভেঙে যাওয়া স্প্রিং পরিবর্তনের পর পরই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে বলেও জানান তিনি।