খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষে অর্থ উপ-কমিটির এক সভা আগামীকাল সোমবার বিকেল ৪ টায় ধানমন্ডিস্থ দলের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন অর্থ উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ। আগামী ১০ ও ১১ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্দ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অর্থ উপ-কমিটির সদস্য সচিব এইচ এন আশিকুর রহমান অনুরোধ জানিয়েছেন।