খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: জাতীয় পার্টির অষ্টম জাতীয় সম্মেলনের তারিখ পিছিয়ে দলের সবার সঙ্গে আলোচনা করে পুনরায় তারিখ নির্ধারণের আহ্বান জানিয়েছেন পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ। তিনি বলেন, ‘পার্টির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও মহাসচিব মিলে সম্মেলনের তারিখ দিয়েছেন, যা দলের গঠনতন্ত্র মোতাবেক হয়নি।’
আজ জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এসব কথা বলেন। সম্মেলনটি আগামী ১৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাউন্সিল পেছানোর আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে চিঠি পাঠানো হয়েছে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘আমরা সংসদীয় কমিটি চেয়ারম্যানের কাছে আহ্বান জানিয়েছি, দলে গণতন্ত্র চর্চা সমুন্নত রাখতে এবং সবার সঙ্গে আলোচনা ও পরামর্শ করে কাউন্সিলের তারিখ পুনঃনির্ধারণ করা হোক।’ তিনি পার্টির চেয়ারম্যানের ইতোপূর্বে নেয়া সিদ্ধান্তও প্রত্যাহার করে সবার সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান।
বিরোধী দলের নেতা বলেন, বারবার ভুল সিদ্ধান্তের কারণে দলের অবস্থা দুর্বল হয়ে পড়ছে। সুনির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় এখনও লক্ষ্যে পৌঁছানো যায়নি। জাপা থেকে বহিষ্কার ও চলে যাওয়াদের পুনরায় দলে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলের সুদিনে-দুর্দিনে অসংখ্য নেতা-কর্মী অবদান রেখেছেন। তাদের অনেকেই আজ নেই।’ সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জিয়াউদ্দিন বাবলু, বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ আবু হোসেন বাবলা উপস্থিত ছিলেন।