Thu. Oct 16th, 2025
Advertisements

7খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: নেতা শওকত মাহমুদকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। তিনি চিকিৎসার জন্য ৪০ দিন বিদেশে অবস্থান করতে পারবেন।

সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এম মাসুদ রানা ও মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির, সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।
অ্যাডভোকেট মাসুদ রানা জানান, শওকত মাহমুদকে জামিন দেওয়ার সময় হাইকোর্ট শর্ত দিয়েছিলেন বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।
সে অনুযায়ী চিকিৎসার জন্য ১৮ জুলাই বিদেশে যেতে নিম্ন আদালতে অনুমতি চেয়ে আবেদন করে ব্যর্থ হন শওকত মাহমুদ। পরে ২৮ জুলাই হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। গতকাল রোববার সেই আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে সোমবার শওকত মাহমুদকে বিদেশ যাওয়ার অনুমতি দেন হাইকোর্ট।
গত ২২ জুন সব মামলায় জামিন পান শওকত মাহমুদ।
সরকার বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী ও বাড্ডা থানায় দুটি মামলায় ২০১৫ সালের ১৮ আগস্ট রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে ডিবি পুলিশ শওকত মাহমুদকে আটক করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩১টি মামলা রয়েছে।