Thu. Oct 16th, 2025
Advertisements
ATM_Ghorashalখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০১৬: নরসিংদী জেলার শিল্পশহর ঘোড়াশালে নিজস্ব এটিএম বুথ উদ্বোধন করেছে পূবালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি প্রাণ-আরএফএল গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ঘোড়াশালে এটিএম বুথের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী। এসময় নারায়ণগঞ্জ অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক এ কে এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যাংকিং সেক্টরে ডিজিটালাইজেশেনের অগ্রযাত্রায় নগদ লেনদেনহীন সমাজ (পধংযষবংং ংড়পরবঃু) বিনির্মাণে এবং সব গ্রাহকের লেনদেন সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঘোড়াশালের ব্যস্ত এলাকায় এই এটিএম বুথ স্থাপন করা হয়েছে।