খোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬: সিরাজদিখানে পুলিশের সোর্স রোমান হাওলাদার (২৭) কে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০ দিকে উপজেলার চোরমর্দ্দন গ্রামে।
এলাকাবাসী অনেকেই জানান, চোরমর্দ্দন গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে রোমান দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হয়ে কাজ করছে। পাশাপাশি পুলিশ সেজে মানুষের বডি তল্লাশি করে, সাংবাদিক সেজে বিভিন্ন তথ্য নিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করে। বেশ কয়েক বছর আগেও এলাকায় সে ছিচকে চোর হিসেবে পরিচিত ছিল এবং নিজে নেশা সেবন ও বিক্রি করত। বর্তমানে সে বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও পুলিশ পরিচয় দিয়ে যে অপকর্ম করে আসছে এতে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। এলাকার যুবকদের ফাঁসিয়ে চাঁদা আদায় করে এবং পুলিশের কাছে ভুল তথ্য দিয়ে এলাকার অনেককে হয়রানি করেছে। এতে উত্তেজিত কিছু যুবক তাকে মারধর করেছে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, রোমানের কাছে একজন ১২ শত টাকা পায় টাকা চাইতে গেলে দেয়নি। সাথে থাকা অন্যজনকে রোমান গাজা খেতে সাদলে তখনই মারধরের ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, রোমান হাওলাদার নামে আমাদের কোন সোর্স নেই। মারামারির ঘটনা আমাদের জানা নেই এবং এব্যাপারে আমাদের কাছে অভিযোগ আসেনাই।