খোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬: মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মোক্তারপুর পাঙ্খা দুলালের বাড়ি থেকে ৪শ পিছ ইয়াবাসহ কুমিল্লার রহমত আলী নামের এক বাবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ৪শ পিছ ইয়াবা জব্দ করার কথা স্বীকার করেছে। মোক্তারপুরের দুই গ্রুপ ইয়াবার চালানের খবর পেয়ে বাবা ব্যবসায়ীদের দুই গ্রুপের লোকজন রহমত আলীর উপর হামলে পরে। টাকা না দিয়েই ইয়াবার চালান নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাবা ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে বাবা ভাগ বাটোয়ারা করার সময় মারামারি লেগে যায়। কিন্তু রহমত আলী সুঠাম দেহের অধিকারী হওয়ায় তার সাথে ধস্তাধস্তি করে দুটি চালানের একটি নিতে পারলেও অপর চালানটি নিতে পারেনি। ইয়াবা ব্যবসায়ী রহমত আলী জানান, টাকা না দিয়েই ইয়াবার চালান নিতে চাইলে আমার সাথে ধস্তাধস্তি লেগে যায়। রহমত আলী নিজের ঠিকানা সঠিকভাবে বলতে পারে না। তার গ্রামের নাম বৈশারচর হাসমত আলীর ছেলে বলে জানিয়েছেন।
বাবা ব্যবসায়ী রহমত আলী কুমিল্লা থেকে ১০হাজার পিছ ইয়াবা নিয়ে রবিবার ভোর ৫টায় মোক্তারপুর বাজারের বাবা ব্যবসায়ী পাঙ্খা দুলালের জন্য নিয়ে আসে। স্থানীয় লোকজনের ধারণা মারামারির সময় পাঙ্খাদুলাল গ্রুপের লোকজন ইয়াবার বড় চালানটি সরিয়ে ফেলেছে।
মারামারির এক পর্যায় রহমত আলী পাঙ্খাদুলালের বাসায় লঙ্করঝক্কর গেট ভেঙ্গে ভিতরে ঢুকে গেলে বাড়ির লোকজন তাকে ধরে ফেলে পুলিশকে খবর দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায় পুলিশ একটি ব্যাগে বাবা পেলেও অন্য এক ব্যাগের বাবা পুলিশ পায়নি। উপস্থিত জনতা ধারণা করছে পাঙ্খাদুলাল বাবার বড় চালান নিয়ে পালিয়ে গেছে।
ইতিমধ্যে ডিবিপুলিশকে খবর দিলে এস.আই মোনায়েমের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম ঘটনাস্থলে এসে রহমত আলী ও তার কাছে পাওয়া বাবার একটি ব্যাগ জব্দ করে। রহতম আলীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় ডিবির এস.আই আব্দুস সালাম জানান, ৪শ পিছ ইয়াবাসহ রহমত আলী (৩৫) কে আটক করা হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।