Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬: ভারতের মেঘালয় থেকে আসা ১০টি জ্বালানি তেল ও গ্যাসবাহী লরির প্রথম চালান মৌলভীবাজার শহর হয়ে কমলগঞ্জ উপজেলার চাতলাপুর চেক পোস্ট দিয়ে ত্রিপুরার কৈলাসহরে পৌঁচেছে।

চাতলাপুর চেকপোস্ট ইমিগ্রেশন অফিস জানায়, ভারতের মেয়ালয় থেকে আসা ৯টি তেলবাহী ও ১টি এলপিজি গ্যাসবাহী লরি মৌলভীবাজার শহর দিয়ে বিশেষ পুলিশী নিরাপত্তায় শনিবার রাত ১১টায় চাতলাপুর চেকপোস্টে পৌঁছে। পরে আনুষ্টানিকতা শেষে রাত সাড়ে ১২টায় ত্রিপুরার কৈলাসহরে প্রবেশ করে। এর আগে বিকেল সাড়ে ৩টায় সিলেটের গোয়ানইঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে তেলবাহী ও গ্যাসবাহী লরি গুলো বাংলাদেশে প্রবেশ করে।

জ্বালানি তেলবাহী ট্যাংক লরি পরিবহনে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে প্রত্যেক কিলোমিটারে প্রতি টনে ১.০২ পয়সা করে ভারত শুল্ক প্রদান করবে। জানা যায়, বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে জ্বালানী পরিবহনের জন্য গত ১৮ আগস্ট ঢাকায় বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটিডের (আইওসিএল) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত (এমওইউ) সই হয়। ওই চুক্তি অনুযায়ী, বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতীয় জ্বালানি তেলবাহী ট্রাক-লরি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিপুরায় যাতায়াত করবে।

শনিবার বিকেলে তামাবিলে ভারতীয় জ্বালানী পরিবহনকারী গাড়ি প্রবেশকালে উপস্থিত ছিলেন সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম, তামাবিল শুল্ক বন্দরের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান, ইমিগ্রেশন চেক পোস্ট কর্মকর্তা মোঃ রুনু মিয়া, ভারতীয়দের পক্ষে উপস্থিত ছিলেন মেঘালয়ের সড়ক বিভাগের আঞ্চলিক উপ-পরিচালক অসিম পাল চৌধুরীসহ কর্মকর্তাবৃন্দ।সিলেটের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, জ্বালানি তেলবাহী ট্যাংক লরি পরিবহনে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে প্রত্যক কিলোমিটারে প্রতি টনে ১.০২ পয়সা করে ভারতীয়রা শুল্ক প্রদান করবে।