Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে, যিনি ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

রোববার ভোরের দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের আওয়ালভাঙ্গা সেতু এলাকার মহেশ রোডে এ ঘটনায় এক এসআইসহ তিন পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছেন নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ।
নিহত মো. কাজল মিয়া (৩৫) উপজেলার শ্রীরামপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে থানায় আটটি মামলা রয়েছে বলে জানান ওসি।
আহত এসআই রেজাউল করিমসহ তিন পুলিশকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি ইমতিয়াজ বলেন, একদল সশস্ত্র ডাকাত আওয়াল সেতু এলাকার মহেশ রোডে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশের একটি দল সেখানে পৌঁছলে ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়।
“আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ডাকাত দলের সদস্য কাজল মিয়া মারা যান।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও চারটি রামদা উদ্ধার করেছে বলে জানান তিনি।